রাজ্যের জিএসটি কমিশনার জানান জি এসটিপ্রতারণা সব থেকে কম পশ্চিমবঙ্গে

মঙ্গলবার বণিক সভা “মার্চেন্ট চেম্বার অফ কমার্সে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বাণিজ্য কর ও স্টেট্ জিএসটি
কমিশনার খালেদ আনোয়ার বলেন ” সারা দেশে জি এসটি বিল জমা দিয়ে প্রতারণা হয়েছে ১৯০০০ কোটি টাকা ,তবে প্রতারণার ঘটনা খুব কম পশ্চিমবঙ্গে ,প্রথম স্থানে দিল্লি “।কমিশনার আনোয়ার আরো বলেন এপ্রিল থেকে জুন এই রাজ্যে জিএসটি আদায় ১৩% বেড়েছে ।