রাজ্যের নির্বাচন কমিশন কলকাতা পুরসভার ভোট করাতে আগ্রহী

রাজ্যের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো যে আগামী মার্চ মাসে কলকাতা পুরসভা  তে তাদের ভোট করাতে  কোনো আপত্তি নেই । সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে  ভোটের  প্রস্তুতির কাজ শুরু করা যাবে বলে  তারা জানান । এই মুহূর্তে কলকাতা পুরসভাতে  রয়েছে ৪৬৯১ টি ভোট কেন্দ্র এবং ভোটারের সংখ্যায়  ৪১,৩৯,৮৩১ জন  covid  সুরক্ষা  বিধি মেনে ভোট করাতে  রাজি রাজ্যের নির্বাচন কমিশন ।