রাজ্যের পশ্চিমাঞ্চলে বিজেপির রোড শো গুলিতে লোক না হওয়াতে উদ্বিগ্ন শীর্ষ নেতৃত্ব

গতকাল ঝাড়গ্রামে অমিত শাহের সভা বাতিল হয়েছিল হেলিকপ্টারে যান্ত্রিক ত্রূটির জন্য ।লোক হয়নি এগরা
তে বিজেপির প্রাক্তন সভাপতির সভাতে ,আজকে ঝাড়গ্রামে বিজেপি সভাপতি জেপি নাড্ডার রালিতে খুব একটা উল্লেখযোগ্য ভিড় নজরেএলো না ।পর পর এই সব কম ভিড়ের ছবি উৎকণ্ঠা বাড়িয়েছে বিজেপি শিবিরের অন্দরে।জানা যাচ্ছে অমিত শাহ লোক কম হওয়ার জন্য কৈফিয়ত তলব করেছেন রাজ্য নেতাদের কাছে । বিষশ্লেষক দের মতে শুভেন্দু অধিকারী ,রাহুল সিনহা অথবা মুকুল রায় দের দিয়ে সভা করলে ভালো ফল মিলবে ।