খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :রাজ্য মন্ত্রীসভাতে বেশ কিছু রদবদল হচ্ছে । বনদফতরের মন্ত্রী ব্রাত্যবসুর হাত থেকে সেই দফতর নিয়ে দেয়া হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায় কে । দুই দফতর হীন মন্ত্রী বিনয়কৃষ বর্মন পাচ্ছেন জনজাতি উন্নয়ন দফতর এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর যাচ্ছে শান্তিরাম মাহাতোর তে । শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত থেকে অচিরাচরিত শক্তি দফতর দেয়া হচ্ছে সুব্রত মুখ্যোপাধ্যায় কে । রাজ্ ভবন থেকে প্রয়োজনীয় রদবদলের সম্মতি মিলেছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...