রাজ্যের রেল হাসপাতাল গুলিতে ভ্যাকসিনের অপ্রতুলতার জন্য সঙ্কটে কর্মীরা

কিছুদিন ধরেই লিলুয়াহা গার্ডেন রিচ সহ একাধিক রেল হাসপাতালে করোনা ভ্যাকসিন নিয়ে সমস্যা দেখা যাচ্ছিলো মূলত ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে সমস্যা দেখা দেয় । বেশ কিছু জায়গায় দ্বিতীয় ডোজ নিতে রেল কর্মীরা ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ দেখান সেই বিক্ষোভ ঠেকাতে আরপিএফ জওয়ানদের পাঠাতে হয় । তবে পূর্ব রেলের বিআর সিংহ হাসপাতালে টিকা নিয়ে কোনোসমস্যা না থাকলেও যথাযত ভাবে টিকার যোগান এই হাসপাতালে নেই বলেই রেল সূত্রের খবর ।