খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ঘরের কাছেই রেশন দোকান এই কারণে রাজ্য সরকার আরো ৪৫২ টি নতুন রেশন দোকান খোলার অনুমতি দিয়েছে। বিভিন্ন জেলায় এই দোকানগুলি হবে। বর্তমানে রাজ্যে ১৮ হাজার রেশন দোকান আছে। আমপানের পর রেশন দোকানের বিরুদ্ধে সামগ্রী বন্টন নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। খাদ্য দপ্তর জানাচ্ছে কারচুপি বন্ধ করার জন্য ডিজিটাল রেশন কার্ড চালু হচ্ছে। দোকানের হিসাবপত্র পরীক্ষা করতে নজরদারি বেড়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...