রাজ্য সরকার এ রাজ্যে আরো ৬ টি মেডিকেল কলেজ খুলছে। এগুলি খোলা হবে আরামবাগ,উলুবেড়িয়া,বারাসাত,তমলুক,ঝাড়গ্রাম ও জলপাইগুড়িতে। আরামবাগের কলেজ টি প্রফুল্ল চন্দ্র সেনের নামে, উলুবেড়িয়া কলেজ টি শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবং তমলুকের কলেজটি তাম্রলিপ্ত নাম দিয়ে খোলা হবে। বাকি তিনটি কলেজ স্থানীয় নামে খোলা হবে। স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে এই ৬ টি মেডিকেল কলেজ রাজ্য সরকার খুব তাড়াতাড়ি চালু করবে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...