রাজ্যে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩৭ মৃত ৫

খবর   ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  – মঙ্গলবার সন্ধ্যা  থেকেই করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা  পাল্টাতে  থাকে  রাতের পরে ১০ জন ব্যক্তির দেহে  ওই ভাইরাসের সন্ধান  মিলেছে। দেশ জুড়ে লক  ডাউন  চলছে  এবং মুখ্যমন্ত্রী  রাস্তায় নেমেছেন  জনগণ কে সতর্ক করতে । স্বাস্থ্য ভবন সূত্রে এমন ৯ জন  রোগীর খবর পাওয়া  গিয়েছে যাদের বিদেশ  ভ্রমণের  কোনো ইতিহাস নেই  এর  মধ্যে ২৯ জন  আক্রান্তের  চিকিৎসা  চলছে  ৭ জন ভেন্টিলেশনে আছেন বাড়ি ফিরেছেন ৩ জন ।