গতকাল রাজ্য দফতরের প্রকাশিত অভন্তরীন রিপোর্ট থেকে জানা যাচ্ছে চলতি বছরের জানুয়ারী থেকে ২ নভেম্বর অব্দি রাজ্যে আক্রান্ত হয়েছে ৪৮,০৫৭ জন ।গত এক সপ্তাহে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৩৯৬ জন ।স্বাস্থ্য দফতরের কর্তারাজানাচ্ছেন বিগত বছর গুলির রেকর্ড ভেঙে দিয়েছে ২০২২ সাল ।সর্বোচ্চ আক্রান্ত উত্তর ২৪ পরগনার ৯০৯৩ জন এই ছাড়া কলকাতা, হাওড়া,তে মুর্শিদাবাদে ৫০০০ উপরে আক্রান্ত হয়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...