রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : মঙ্গোলবার সকাল  অব্দি এই রাজ্যে  করোনা  আক্রান্ত  ব্যক্তির সংখ্যা এসে দাঁড়িয়েছে ২৬ সে । তার মধ্যে  তিনজনের মৃত্যু হয়েছে বেলেঘাটা  আইডি তে ভর্তি তিনজন কে ছেড়ে দেয়ার কথা  রয়েছে ।এদের  মধ্যে  কলকাতার আক্রান্তের  সংখ্যা ১১, নদীয়া (তেহট্ট )-৫,পূর্ব মেদিনীপুর -২,উত্তর ২৪ পরগনা -২,পশ্চিম মেদিনীপুর -১,হুগলি -১,কালিম্পঙ  ও  আক্রান্তের  মৃত্যু হয়েছে হুগলিতে  আক্রান্তের   সংখ্যা -১। এই ছাড়া আরো দুইজনের  আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে ।