রাজ্য এবং রাজ্যপাল সংঘর্ষ চরমে

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : এইবার  রাজ্যপাল  তথা আচার্যের  ক্ষমতা কমাতে  নয়া  বিধির  নির্দেশিকা দিলো বিধানসভা । বিশ্ববিদ্যালয়ে  গুলিকে আর  নির্দেশ দিতে পারবেন না আচার্য্য । শিক্ষা  দফতর কে জানিয়েই যোগাযোগ করতে হবে আচার্য্য  কে । ফলে  বর্তমান  পশ্চিমবঙ্গ  রাজ্যপাল  জগদ্বীপ  ধনকরের  ক্ষমতা  অনেকটাই  খাটছাট  করা হলো বলে মত  রাজনৈতিক  বিশেষজ্ঞ  দের ।