পশ্চিমবঙ্গের ফোরাম অফ ট্রেডার্স অর্গানাইজেশন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব কে চিঠি লিখে আর্জি
জানিয়েছেন যে বিকেল বেলা তে দোকান ৩-৫ টার পরিবর্তে ৩-৯ টা পর্যন্ত একটানা দোকান খোলা রাখার আর্জি জানিয়েছেন ।পাশাপাশিতারা এটাও জানিয়েছেন সকাল ৭-১০ অব্দি দোকান খুলে রাখার কোনো প্রয়োজন নেই ,টাস্ক ফোর্সের চেয়ারম্যান ও ওই সংগঠনের সম্পদকবলেন ৩-৯ অব্দি দোকান খোলা থাকলে সকালের হুড়োহুড়ি এড়ানো যাবে আর দোকানদারের লাভ হবে ।