রাজ্য তৈরী করল নতুন স্বদেশী এপ

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক : দেশ  জুড়ে  ৫৯  টি  চীন  এপ   বাতিলের  পরে  নতুন  কিছু  করে  দেখানো  ও  আত্ম  নির্ভর  ভারত  নিয়ে  কেন্দ্র  ও  রাজ্য  সরকার  গুলি  যখন  ভাবনা  চিন্তা  করছে  সেই  সময়  পশ্চিমবঙ্গের  তথ্য  ও  প্রযুক্তি  দফতর  নিজের  মুন্সিয়ানা  গড়ে  তুলল  নতুন  এপ  ”  সেলফ  স্ক্যান ”।  মুখ্যমন্ত্রী  বলেন  এই  এপটি  মাধ্যমে  রাজ্য বাসী   যে  কোন  নথি স্ক্যান  করা  যাবে  ও  এবং  তা  সম্পূর্ণ  সুরক্ষিত।  এই  স্ক্যান  কোন  ভাবেই  সরকারী   সার্ভারে  যাবে না। মুখ্যমন্ত্রী  এই  জন্য  দফতরের  সচিব  রাজীব  কুমারকে  ধন্যবাদ  দেন।