রাজ্য পাল কে কালোপতাকা দেখালো তৃণমূল

খবর ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  গতকাল  ডোমকল  যাওয়ার  পথে রাস্তায়  রাজ্যপাল  জগদ্বীপ ধনকর  কে কালো  পতাকা  দেখালো তৃণমূল কংগ্রেসের সদস্য  সমর্থকেরা ।  রাজ্যপাল  বিক্ষোভ  কারীদের উদ্দেশ্যে  প্রতি  কাঁচ  নামিয়ে তাদের উদ্দেশ্যে  হাত  নাড়ান । পরে  টুইটে  পুলিশের প্রতি  পক্ষপাতিত্বের অভিযোগ  এনে  বলেন  ডোমকলে গুটি  কয়েক বিক্ষোভকারীকে  পুলিশ  সাহায্য করেছে ,কিন্তু যে কলেজের অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন সেইখানে  কোনো পুলিশের দেখা মেলেনি ।