রাজ্য সরকার লিজ জমি নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো

১৯৫৫ সালের ভূমি আইনে লিজ জমির কথা বলা আছে কিন্তু সেই খানে মালিকানার কোনো উল্লেখ ছিল না ।শিল্প ,আবাসন ,চা বাগানের ক্ষেত্রে জমি নিয়ে অনেকেই তা ফেলে রেখেছিলেন ।গত ২৮ সে জুলাই শিল্প মহলের সাথে মুখ্যমন্ত্রী বলেন আমাদের অনেক জমি পরে আছে সেই গুলো নিলাম করবো শিল্প শপিং মল যে যা পারে তৈরি করুক নীতি হবে লিজ জমি কে ফ্রি হোল্ড করে
দেওয়া ।