রাজ্য সরকার হাসপাতালে ভর্তি অসুস্থ্য শিশুদের আর টি পি সি আর করা বধ্যতামূলক করছে

রাজ্য সরকার জ্বর ও শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুদের ,করোনা পরীক্ষা (আরটিপি সি আর) বাধ্যতা মূলক করেছে ।স্বাস্থ্য দফতর জানতে চাইছে শিশুদের জ্বর ,সর্দি কাশির জন্য কি শুধুই দায়ী এডিনো ভাইরাস নাকি করোনা ।সংক্রমণ রুখতে মাস্ক পরা ,হাত ধোঁয়া ভিড় এড়ানোর বিধি মেনে চলতে বলছেন স্বাস্থ্য কর্তারা ,তবে বড় দের জন্য এই বিধি এখনই বাধ্যতা মূলক নয় ।