রাজ্য সড়ক অবরোধে যানজট

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: প্রচন্ড গরমে অবস্থা কাহিল।  এর উপর ১০ দিন টানা বিদ্যুৎ নেই। তিনটি গ্রামের বাসিন্দারা অমানুষিক কষ্টে আছেন। ফলে তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করেন বাসিন্দারা যা প্রায় আড়াই ঘন্টা চলে। পরে তুফানগঞ্জ  থানার পুলিশ এসে পথ অবরোধ উঠিয়ে দেয় এবং পরিস্থিতি স্বাভাবিক করে। বিদ্যুৎ বন্টন কোম্পানির আধিকারিক বলেন  বিকল ট্রান্সফর্মারটি  পাল্টে নতুন দেওয়া হবে  এবং পরিষেবা মতো পাওয়া যাবে।