খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ময়নাগুড়িতে বেসরকারি বাস ডাকাতির পর রাতের দূরপাল্লার বাসের যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার পর যাত্রী , বাসের ড্রাইভার ও কর্মীরা আতঙ্কে ভুগছেন। আগে মাঝে মাঝে কলকাতা শিলিগুড়ি রুটে বাস ডাকাতি হত। তাই বাস প্রতি দুজন সশস্ত্র পুলিশ ছাড়াও কিছু জায়গায় পুলিশ ভ্যান বাসগুলিকে পাহারা দিয়ে নিয়ে যেত। এছাড়া পুলিশ বাসযাত্রীদের মুখের ছবি তুলে রাখতো। করোনার জন্য এখন এসব বন্ধ। বাসও কম চলে রাস্তা ফাঁকা থাকে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...