রাত বিরেতে বেশি টাকার দাবি করছেন না অটো চালকেরা যাত্রী হারাবার ভয়ে

এইবার বইমেলা তে যাত্রীদের পুরো দস্তুর সার্ভিস দিচ্ছে কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো ।বই মেলার মাঠে ঘুরলে অহ রহর সোনা যাচ্ছে ঘোষণা ,যাত্রীদের আশা যাওয়ার জন্য নির্দিষ্ট ভাড়াই নিতে হবে অটোচালকদের ।তার ফলে সংযত অটো ওয়ালারা বলছেন যা ভাড়া তাই দেবেন । বইমেলা কর্তৃপক্ষ মনে করছেন মেট্রোর জন্য এই বার যাত্রীদের যাতায়াতের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসছে ।