খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :রাবন বোধের পরিকল্পনা তে রাম ঈশ্বরের শরণাপন্ন হন ।বিষ্ণুর কাছে তিনি সাহায্য চান এই যুদ্ধে জেতার জন্য । বিষ্ণু তাকে রাবন কে পরাস্থ করতে গেলে যে যে কৌশল অবলম্বন করার দরকার তার নির্দেশ দেন ।রাম মা দূর্গা কে অকাল বোধন করেন এবং ১০৮ টি পদ্মফুল দিয়ে তার পুজো দেন । অনেক ডেকেও সারা না পাওয়া তে তিনি নিজের চোখে বান বিদ্ধ করে সেটি মায়ের পায়ে দেবার জন্য প্রস্তুত হন ।তখন স্বয়ং মা এসে তাকে নিরস্ত করে বলেন রাবন বধ হবেই ,তিনি নিশ্চিন্ত থাকুন ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...