রামকৃষ দেব ও কামারপুকুর

খবর   ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : ঠাকুর রামকৃষ্ণদেব  বাংলার  হুগলি  জেলার আরামবাগ  সাবডিভিশনে  কামারপুকুর গ্রামে  ১৮৩৬ সালের  ফেব্রুয়ারী  মাসে  তিনি  জন্মেছিলেন ,সেইখানেই  তার বড় হয়ে ওঠা । কামারপুকুর গ্রামের আদি নাম ছিল সুখলাল গঞ্জ  সেই গ্রামের জমিদার সুখলাল  গোস্বামীর নামেই  এই নাম ।সেইখানে  সুখলাল গঞ্জ  মুকুন্দপুর ,শ্রীপুর ,মধুবাটি  ও কামারপুকুর  এই পাঁচটি ছোট  গ্রাম  পরস্পরের খুব কাছাকছি অবস্থিত হলে বহুদিন শুধু মাত্র  কামারপুকুর  নামে পরিচিত হয়ে আছে ।