রামকৃষ সংগ্রহ মন্দির

খবর   ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  বেলুড় মঠ  প্রাঞ্জনে  রামকৃষ  সংগ্রহ  মন্দির হলো একটি জাদুঘর  যেই খানে  ঠাকুর রামকৃষ  পরমহংস  দেব  মাতা  সারদা  দেবী  রামকৃষ্ণের পরমপ্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ,  ভগিনী নিবেদিতা  আরো কয়েকজন  শিষ্যের  ব্যাবরিত দ্রব্য সামগ্রী  রক্ষিত আছে  এই সংগ্রহ মন্দির টি দো  তোলা  ভবন  এই ভবনের ভিতরে  দক্ষিনেশ্বর  কালীবাড়ির কাছে অবস্থিত  রামকৃষ  পরমহংসের স্বাধন স্থল  পঞ্চবটির  অবিকল প্রতিকৃতি নির্মিত রয়েছে ।