রাম মন্দির নিয়ে আদবানির প্রতিক্রিয়া

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  ১৯৯০ সালে সোমনাথ  থেকে রথ  যাত্রা শুরু  করে  রাম  মন্দির  তৈরির দাবিতে গুজরাটের সোমনাথ  থেকে রথ  যাত্রা শুরু  করেছিলেন লালকৃষ্ণ  আদবানি । সেই  রথ  যাত্রা  তে  তার স্বাথী  ছিলেন  বর্তমান  প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী । সেই  রথ  যাত্রা  বিহারের সমস্থিপুরে  থামিয়ে  দেন বিহারের তদানীন্তন  মুখ্যমন্ত্রী  লালু  প্রসাদ  যাদব ।ভিপি সিংহের সরকার  থেকে বিজেপি সমর্থন তুলে নিলে সরকার পরে যায় ,এর পর হিন্দুত্বের ইস্যুকে  সামনে  নিয়ে গো -বলয়ে  জাকিয়ে  বসে আদবানি ও বাজপেয়ীর  যুগ্ন  নীতি ,সেই আদবানি  আজ শীর্ষ আদালতের রায়ের পরে বলেন  “আজ স্বপ্নপূরণ  হয়েছে রামমন্দির  নির্মাণ  আন্দোলনে  নিজেকে  যুক্ত করতে পেরে ধন্য  মনে  করছি “।