রাস্তায় হাট বসায় যানজট

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:রাস্তায়  দুদিন হাট  বসে। ফলে শীতলকুচি সিতাই  রোডে সারাদিন যানজট চলতে থাকে। সোম ও শুক্রবার হাটের দিন। হাট  বসার জায়গায় জল কাদা জমে থাকায় রাস্তার উপর বেচা কেনা হয় এবং সামাজিক দূরত্ব মানা  হয়  না। এজন্য বাজার কর্তৃপক্ষ  ও প্রশাসনের  কোনো নজর নেই। ব্যবসায়ী সমিতির সম্পাদক বলেন বর্ষায় মাঠ  সংস্কার করা যাবে না। রোদ  উঠলে মাঠের জল শুকিয়ে যাবে। তখন রাস্তায় হাট  বসবে না যানজট ও হবে না।