গতকাল হাওড়ার নিশ্চিন্দার রাস্তা সংক্রান্ত একটি মামলার শুনানি চলা কালীন ,সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানান। .অবিলম্বে রাস্তা ঘাট ও নিকাশি সংস্কারের প্রয়োজনী ব্যবস্থা যদি রাজ্য সরকার না করে । তাহলে আদালত নিজের থেকেই মামলা দায়ের করবে ।ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ,রাস্তার খারাপ অবস্থার জন্য চরম ভোগান্তির মধ্যে রয়েছে মানুষ ।রোগীকে হাসপাতালে নিতে গিয়ে হিমশিম খাচ্ছে পরিবার ।