রাস্তা তৈরি করার জন্য বরাদ্দ করা হলো ৪২ কোটি টাকা

গত বছর অতি বৃষ্টির জন্য সল্টলেক ও রাজারহাটের বহু রাস্তা ভেঙে চুরে যায় ।তাপ্পি দিয়ে কোন মতে কাজ চলছিল । আগামী অর্থবর্ষের বাজেটে বিধাননগর ও রাজারহাটের রাস্তা সারানোর জন্য ৪২ কোটি টাকা বরাদ্দ হয়েছে ।পুর কর্তৃপক্ষ জানান কংক্রিট ও অন্যান্য রাস্তার জন্য ২৫ কোটি ও তাতে বিটুমিনের প্রলেপ দেওয়ার জন্য ১৭ কোটি বরাদ্দ করা হয়েছে ,পাশাপাশি বিধান নগর পুরসভার থেকে ১২৫ কোটি টাকার বরাদ্দ রিপোর্ট পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে ,এখন অব্দি সবুজ সংকেত আসেনি ।