রাস্তা সারাইয়ের কাজে উদ্যোগ নিচ্ছে কলকাতার মেয়র

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান ,শহরের কিছু রাস্তার হাল এখনো বেহাল ,গতকাল তিনি বলেন বৃষ্টির জন্য এখনো অনেক জায়গার রাস্তার কাজ বন্ধ ছিল ।তিনি আরো বলেন বেশি বৃষ্টি না হলে মহালয়ার আগেই ৪২ টি রাস্তার কাজ আমরা শেষ করবো । তিনি আরো বলেন যে ১৩ অক্টোবর আমি রাস্তা পরিদর্শনে বেরোবে সেইদিন আরো কিছু দেখতে পারবো ।