রিয়্যাল মাদ্রিদের প্রাক্তন কোচ দায়িত্ব নিলো সেবিয়ার

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  জিদান রিয়্যাল  মাদ্রিদের কোচের পদ  ছাড়ার  পরেই ওই হট সিটে  আসীন হয়েছিল লোপেতেগুই  তবে খুব বেশি দিন তার আর ওই হট সিটে  বসে থাকতে হয়নি চাকরি  খোয়া  গিয়েছিলো নানা  কারণে  অবশেষে ৫২ বছর বয়েসী লোপেতেগুই  লা লীগের নতুন মরশুম  শুরুতেই  ফিরলেন সেভিয়ার  কোচ হিসাবে ।