গত চার তারিখ নৈহাটী বিধানসভার নির্বাচনী প্রচারে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার ভাবে বললেন ।তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আমাদের বিধানসভা উপনির্বাচনের জয় ছিনিয়ে আনতে হবে ,তার সঙ্গে ছিলেন প্রার্থী রূপক মিত্র ।ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ সহ অন্যান্য আধিকারিক রা ।তিনি জন সাধারণ কে সাহস করে বেরিয়ে এসে নিজের ভোট নিজে দিতে বলেন ,এবং বিজেপি প্রার্থী রূপক মিত্র কে জয়ী করতে বলেন । পুলিশের নিচু তলার কর্মি রা আমাদের সঙ্গে আছেন ,কিন্ত উপরতলার চাপে তাদের খারাপ করতে বাধ্য করেন । তিনি বাড়ে বাড়ে ভোটার দের কাছে আবেদন করেন একবার সাহস করে বেরিয়ে এসে নিজেদের ভোট নিজে দিন ,বিজেপি কর্মীরা আপনাদের পাশে আছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...