রেলমন্ত্রী তার ১২.৫ লক্ষ্য কর্মীর ডেবিট কার্ড কে রূপে তে বদলানোর প্রস্তাব দিলেন

গতকাল লোকসভাতে রেলমন্ত্রী পীযুষ গোয়াল এক প্রশ্নের উত্তরে বলেন ভারতীয় রেলের প্রায় ১২.৫৪ লক্ষ্য
কর্মীকে তাদের এটিএম অথবা ডেবিট কার্ড কে রূপে কার্ড য়ে বদলানোর পরামর্শ দেওয়া হয়েছে ।আত্মনির্ভর ভারত কর্মসূচির আওতায় ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে রেলমন্ত্রী জানান ।