রেল কর্তাদের উচ্চপর্যায়ের বৈঠক

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :   গতকাল রেল যাত্রীদের  নিরাপত্তা  ও ট্রেনের  সময়ানুবর্তীতা  নিয়ে  বিভিন্ন দফতরের বিভাগীয় প্রধানের  সঙ্গে বৈঠক  করলেন পূর্ব রেলের অতিরিক্ত  জেনারেল  ম্যানেজার । ফেয়ারলি  প্লেসের  পূর্ব রেলের সদর দফতরে  ওই  বৈঠকে  যাত্রী  নিরাপত্তা  ও  সময়ে ট্রেন চালানোর বিষয়ে  আরো তৎপর  হওয়ার নির্দেশ দেন অতিরিক্ত জিএম ।