রেশনের জন্য ১ টি ফর্ম

আগে রেশনের জন্য মোট ফর্মের সংখ্যা ছিল ১১ টি. এতে সমস্ত রেশন গ্রাহকদের অসুবিধায় পড়তে হত।  তাই রাজ্য  সরকার এই ঝামেলা দূর করতে ১ টি মাত্র ফৰ্ম চালু করেছে। অন  লাইনেও একরি ফর্ম ব্যবহার করা যাবে। কোন পরিষেবা পেতে  গেলে  কোথায় তা ফর্মে পূরণ করতে হবে তা লেখা আছে। এখন প্রত্যেক কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করা হচ্ছে। এতে ভুয়ো কার্ড ধরা পড়ছে ও আসল মানুষেরা রেশনের জিনিস পাচ্ছেন।