খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :মধ্যে বিত্তের হেঁসেল তন্ পড়েছে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে পেঁয়াজের কেজি ।পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষকে সুরাহা দিতে চাল গম চিনির সঙ্গে পেঁয়াজ ও বিক্রির সিদ্ধান্ত নিলো ।উত্তর ও দক্ষিণ কলকাতার রেশন দোকানগুলিকে পেঁয়াজ বিক্রি শুরু হয়ে গিয়েছে ,এই বার সর্বত্র ন্যায্য মূল্যে রেশন দোকান মারফত পেঁয়াজ মিলবে বলে জানান সরকারি আধিকারিক রা ।উল্লেখ্য ইতিমধ্যেই সুফল বাংলার ষ্টলে ৫৯ কেজি দ্বরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ।