রেশন /স্বাস্থ্য সাথী কার্ড ও অন্যান্য সরকারি সুবিধা বন্ধ করে দেওয়া হবে তৃণমূল কে ভোট না দিলে

উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা বিধানসভা তে তৃণমূল প্রার্থী রফিকুর রহমানের হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন ,টিএমসি  নেতা নুরুল মঈন ,অভিযোগ সেইখানে  তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন  কেউ যদি আইএসএফ  কে ভোট দেয়  ,তবে তৃণমূল  সরকার গঠন হওয়ার পরে সেইসব ব্যক্তিদের স্বাস্থ্য সাথী কার্ডের  সুবিধা ও অন্যান্য সুবিধা বন্ধ করে দেওয়া  হবে ,এই বক্তব্যের পরে  রাজ্য-রাজনীতিতে  নতুন করে  বিতর্কের সৃষ্টি হয়েছে ।