নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রোজ ভ্যালি মামলায় ধৃত ব্যবসায়ী ধৃত সুদীপ্ত রায়চৌধুরী কে আজ জেল হেফাজত থেকে বিশেষ ইডি আদালতে পেশ করা হয় । ইডির আইন জিবি বলেন সুদীপ্তর বাড়ি তল্লাশি করে বিশেষ কিছু নথি পাওয়া জিয়েছে যার থেকে উঠে আসছে বেশ কিছু নাম যারা রোজ ভ্যালির সাথে যুক্ত ।রোজ ভ্যালি মামলার আগে তদন্ত কারী অফিসার মনোজ কুমারের সাথে তার ঘনিষ্ঠতার প্রমান মিলেছে তাকে ৫ দিনের ইডি হেপাজোতের নির্দেশ দিলেন বিচারক ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...