রোহিত স্বীকারোক্তি করলেন যে তারা ম্যাচ হেরেছেন ব্যাটসম্যান দের দোষেই

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :রোহিত শর্মা আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের হারের জন্য তাদের দলের ব্যাটিং কে দোষী করেন পাশাপাশি  প্রশংসা  করেন চেন্নাই সুপার কিংসের ফিল্ডিং এবং বোলিংয়ের ।আইপিএলের সর্বাধিক সফল অধিনায়ক  রোহিত বলেন এই ট্রফি জয়  দিয়ে শুরু করা গুরুত্বপূর্ণ হলেও  এই ভুল থেকে শিক্ষা নিয়ে তার দল  আরো শক্তি শালী  হয়ে ফিরে আসবে ।তিনি বলেন ডুপ্লেসি  এবং রায়ুডুর মত  তাদের ব্যাটসম্যান রা খেলতে পারেনি।