লংমার্চের রুট

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বাম   শ্রমিক  সংগঠন  ও  তার  শাখা  সংগঠন  গুলি  এবং  কংগ্রেসের  সমস্ত  শ্রমিক  সংগঠন  সহ   শাখা  সংগঠন  গুলি  কেন্দ্রীয়  সরকারে  ভ্রান্ত  অর্থনীতির  প্রতিবাদে  এবং  কর্মসংস্থানে  দাবিতে  ৩০ শে   নভেম্বর  চিত্তরঞ্জন  থেকে  শুরু  করে  ১১  দিন  ব্যাপী  লংমার্চ  করবে আসানসোল ,  দুর্গাপুর ,  পানাগড়,  বর্ধমান  ,  পাণ্ডুয়া  চাঁপদানি,  বালি  হয়ে  কলকাতার   ভিক্তোরিয়া  হাউসের  সামনে  সমাবেশের  মাধ্যমে।  পুলিশের  অনুমতি  থাকুক  বা  না  থাকুক  তার  পরোয়া  না  করেই  ,  এই  কথা  জানান  অন্যতম  আহবায়ক  সিপিআই  এম নেতা  অনাদি  শাহু ।