লকেটের বাড়িতে দুস্কৃতির হামলা রিপোর্ট তলব কমিশনের

খবর ঘন্টায়  ঘন্টায়   ওয়েবডেস্ক  : আজ  বান্ডেলের  লিচু তলা তে  লকেট  চট্টোপাধ্যায়ের বাড়িতে  হামলা চালায় এক দল  দুষ্কৃতী ,হুগলি  লোকসভা  কেন্দ্রের প্রার্থী লকেট  ওই বাড়ি  ভাড়া  নিয়েছেন এবং তার এক  তলায় রয়েছে তার নির্বাচনী কার্যালয় । এই দিন  সকালে  হামলা চালিয়ে ইট  ছুঁড়ে ভেঙে দেয়া  হয়  জানলা  দরজার  কাঁচ ,ছিড়ে  দেয়া হয় দলীয় পতাকা। ভাংচুর  করা হয়  চেয়ার টেবিল ,প্রার্থীর  অভিযোগের আঙ্গুল তুলেছেন  তৃণমূলের দিকে ।