লকেট চট্টোপাধ্যায় অসুস্থ্য হলেন চোখে বিষাক্ত আবির পড়ায়

চুঁচুড়ার একটি   ক্লাবের  বসন্ত উৎসবের আয়োজনে যোগ দিতে এসেছিলো  চুঁচুড়া  বিজেপি প্রার্থী লকেট  চট্টোপাধ্যায় ।অভিযোগ তৃণমূলের লোকেরা তার চোখ লক্ষ্য  করে আবির ছোড়ে ।ঘটনাটি ঘটে চুঁচুড়ার  রবীন্দ্রানগরের কালিতলা এলাকাতে লকেটের চোখ জ্বালা শুরু হলে দলীয় কর্মীরা তাকে চক্ষু বিশেষজ্ঞর কাছে নিয়ে যান ।তৃণমূল  অভিযোগ অস্বীকার করেন ।