খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রায় দেড় বছর আগে পানিট্যাঙ্কি থেকে বাগডোগরা পৰ্য্যন্ত এশিয়ান হাইওয়ে ২ র কাজ শুরু হয়। সে কারণে রাস্তার দুই ধারে গাছের চারা রোপন করা হয়েছিল।কিন্তু দেখাশোনা ঠিকমতো না করায় গাছগুলি সব গবাদি পশু খেয়ে ফেলেছে। প্রায় ১২৫০০ গাছ কাটা পড়েছিল। এর প্রায় তিন গুণ গাছ লাগানোর কথা বলা হয়েছিল। হাইওয়ে ২ র ম্যানেজার জানালেন টেন্ডারের কাজ শেষ। শীঘ্রই নতুন গাছের চারা লাগানো হবে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...