লক ডাউন ঘোষণা করতে গেলে সময় নিয়ে তা করার নির্দেশ দিলো শীর্ষ আদালত

গত মার্চ মাসে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪ ঘন্টার নোটিশে  দেশ ব্যাপী লকডাউন ঘোষণা করেছিলেন ।গতকাল সুপ্রিম কোর্ট এই প্রসঙ্গে তাদের মতামত দিতে গিয়ে বলেছেন কার্ফু বা লকডাউনের  সিদ্ধান্ত বহু আগে ঘোষণা করা উচিত ।কারণ হিসাবে  বলা হয়েছে আগে থেকে না বললে  মানুষ জীবন ধারণের  বন্দোবস্ত করতে পারবে না বিচারপতি অশোকভূষণের বেঞ্চ সুলভে চিকিৎসা পাওয়া মানুষের মৌলিক অধিকারের মধ্যে পরে ।