খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ৭ জুলাই লন্ডনে ৫১ তম কেন্দ্রীয় লন্ডন রথযাত্রা অনুষ্ঠিত হবে ,সেটি হলো রবিবার । যাত্রার জন্য সব ভক্ত গণ জড়ো হবে হাইড পার্কে দক্ষিণ ক্যারেজ ড্রাইভে বেলা ১১:৩০ নাগাদ ।প্রসেসনের মাধ্যমে তারা নিত্য,সংগীত পরিবেশন করবেন ঢাক ঢোল নিয়ে ,এবং সেটা শুরু হবে বেলা ১২ টা নাগাদ । সেটি অনেকটা পথ পারি দিয়ে সেই প্রসেসন রথ সহ আসবে ট্রাফেলগার্ড স্কোয়ারে বেলা ২:৩০ মিনিটে । তার পরে সেই খানে অনুষ্ঠান হবে বেলা ৫ টা অব্দি ।