খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই একটি লরি রবিবার গভীর রাতে চেতলার রাখাল দাস আচ্য রোড দিয়ে চেতলা রোডের দিকে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এরপর সেটি উঠে পরে ফুটপাতে। বালি ছড়িয়ে রাস্তা বন্ধ থাকায় বিপদে পরে যাত্রী ও যানবাহন। টালিগঞ্জ ট্রাফিক গার্ডের তরফে ওই লরির বালি সরানোর কাজ শুরু হয়। এর পর সোমবার দুপুরে বড় ক্রেন এনে লরিটিকে সরানো হয়।