লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা

বছরের একটি নিৰ্দিষ্ট সময়ে ব্যাংকে গিয়ে লাইফ সার্টিফিকেট  জমা দিতে  হয়। দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হয়। তার ওপর করোনার  আক্রমণ।তাই নিউ টাউন কোলকাতা ডেভেলপমেন্ট  অথরিটি  ও হিডকো প্রবীণদের আবাসন স্নেহদিয়াতে লাইফ  সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা করেছেন।  ১লা ডিসেম্বর  থেকে এই ব্যবস্থা চালু হবে। সোম থেকে শনিবার বেলা ১২ টা  থেকে ২ টা  পর্যন্ত এই   কাজ চলবে।   নিউ টাউনের প্রবীণ বাসিন্দারা  এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন।