লিফ ফোল্ডারের আক্রমণ ধানগাছে

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:পুঅতিবৃষ্টির জন্য ক্ষতির সম্মুখীন মেখলিগঞ্জের  আমন ধানের  কৃষকেরা। বেশি বৃষ্টিতে লিফ ফোল্ডার নাম একটি কীট হানা দিযেছে  এবং এতে বিঘার পর  বিঘা  ধান নষ্ট হয়ে যেতে পারে। ফসল উঠতে আরও  দু থেকে তিন মাস বাকি। এই ব্লকের জামালদহে চাষিরা জানালেন যেভাবে কীটের আক্রমণ হয়েছে  তাতে ফসল শেষ পর্যন্ত  উঠবে কিনা  ঠিক নেই। ব্লকের  কৃষি বিভাগ জানায় চাষিদের প্রতিষেধকের ব্যাপারে পরামর্শ দিয়ে শস্য  বিমা করতে বলা হয়েছে।