খাবার ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দূর্গা পুজোতে ভোজনপ্রিয় বাঙালির পাতে সকাল সকাল ময়দার লুচি অথবা কচুরি না পড়লে তা পুজো বলে মনেই হয় না । কলাপাতার উপর গরম গরম লুচি ও আলুর দম সহযোগে প্রাতরাশ দুর্গাপুজোর ভোগন উৎসবের ওপেনিং ব্যাটসম্যান । সপ্তমীর দিন এটাই সকালের জন্য উপযুক্ত খাবার ।