লেবুতলা পার্কে পাখির মেলা এনে দিলো করোনা আবহাওয়া তে অন্যরকম আমেজ

কলকাতা শহরের দূষণের দৌরাত্বে আকাশে উড়তে দেখা যায়না রং বেরংয়ের পাখিকে , ব্যাতিক্রম শুধু
কার্নিশে বসা কিছু কাক আর পায়রা ।মোবাইল টাওয়ারের দৌরাত্বে কমে গিয়েছে শালিক এবং চড়াই পাখি ও । অল বেঙ্গল বার্ড লাভার্স অর্গানাইশাসনের উদ্যোগে লেবুতলা পার্কে শুরু হয়েছে ২১ তম পাখি মেলা শুরু হয়েছে গত ২৪ তারিক শুরু হয়েছে চলবে আগামী ২৭ তারিক পর্যন্ত ,সব রকম করোনা সুরক্ষা বিধি মেনে । সভাপতি সজল ঘোষ বলেন এই মেলার উদ্দেশ্য পাখি শুধু শখে পোষাই নয় এই শখ কে
পেশা করার উপায় ও মিলবে এই মেলাতে ।