খাবার ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই পুজোটি এই নিয়ে ২৩ তম বর্ষে পদার্পন করলো । পুজোটি অনুষ্ঠিত হয় লোখান্ডওয়ালা কমপ্লেক্সের বাগানে । এই পুজোটি বিখ্যাত গায়ক অভিজিৎ ভট্টাচার্জি পুজো হিসাবে পরিচিত । তিনি নিজে ৭ দিন ধরে দাঁড়িয়ে থেকে দূর্গা পুজোটি পরিচালনা করেন । প্রতিদিন এইখানে দুপুরে অতিথি অভ্যাগতদের খাওয়ানোর বন্দোবস্ত আছে ।অভিজিৎ বাবু নিজে দাঁড়িয়ে থেকে তা পরিদর্শন করে এই ছাড়া ঢাক বাজানো ,ধুনুচি নাচ এবং বিসর্জনের নেতৃত্বে ও তিনি থাকেন ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...