শততম ম্যাচ জেতার রেকর্ড গড়লেন ধোনি

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ৪৩৭ দিন পরে ক্রিকেটের ২২ গজে  নেমে  আইপিএলের  উদ্বোধনী ম্যাচে  মুম্বাই কে হারিয়ে ,প্রথম অধিনায়ক হিসাবে আইপিএলের ১০০ টি ম্যাচ জেতার রেকর্ড গড়লেন তিনি । অনেকদিন  পরে মাহিকে  ক্রিকেট মাঠে  দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন ভক্তরা ।ব্যাট হাতে তার কেরামতি  দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা  কিন্তু  সুযোগের অভাবে  সেটা  না হলেও নিজের মগজঅস্ত্রের  কেরামতি  দিয়ে বুঝিয়ে দিলেন কেন তাকে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক বলা হয় গতকালের ম্যাচটি তিনি জিতলেন ৫ উইকেটে ।