উত্তর ২৪ পরগনার বাঘদায় টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়া র অন্যতম অভিযুক্ত সৎরঞ্জন ওরফে চন্দন মন্ডল তার কেরামতি তে বাগদার অন্তত শতাধিক বাসিন্দা টাকা দিয়ে চাকরি পেয়েছিলো ।রঞ্জনের টাকা তোলার একাধিক এজেন্ট ছিল ওই এলাকাতে ।বর্তমানে চন্দন সিবিআইয়ের হেফাজতে সুযোগ বুঝে এজেন্টরা গা ঢাকা দিয়েছে ,চাকরি হারানো এক শিক্ষকের বাবার প্রশ্ন কার কাছে আমরা টাকা চাইবো ,যারা টাকা নিয়েচিলো তারা প্রভাবশালী টাকা চাইতে গেলে প্রাণের ভয় আছে ।